কাঁচের দেয়াল

(কাঁচের দেয়াল মূলত জাগতিক প্রেমকে উপমা হিসেবে ধরা হয়েছে.)

ভালবাসা হইল ঠুনকো কাঁচের দেয়াল
ইহা-
আর লাগে-না জোড়া।
রাখীপূর্ণিমা বন্ধন আমার তোর তরে যেন জনমের পর জনম ধরে
তবু চলিছে পথ একই পথে।
বগা!
এক জনমে কি-আর পাবি তাঁর তরে?

(বৈবাহিক সম্পর্ক হলো জনম জনমের।কিন্ত জাগতিক প্রেমকে মনে করা হয়, ভালবাসা। এখানে দুঃখ, বেদনাবোধ মানব মানবীর অন্তরে রেখাপাত হয়ে থাকে।
গুরু মনীষীদের মতে, সাদা মনের কপোত কপোতীর সাত জনমের প্রেমে মিলন হতে পারে কিছু সময়ের জন্য, কিন্ত তাহাও ক্ষনস্থায়ী মাত্র।
তাই লেখক মনে করে,,
সাদা মনের প্রেমে, এক জনমে ব্যর্থতায় হতাশ হতে নাই।)

যাসনে দুরে, পরমাত্মীয়া
আত্বার খোরাক জোটাবে একদিন নিষ্চয়
আপনার করিয়া তবে।

(বৈবাহিক সম্পর্কের ভীত হচ্ছে অনেক মজবুত। বিপদমুক্তি ঈশ্বরের পার্থনাই, মুক্তির পাথেয় হয়।)

কথা রাখবি-না জানি
কিন্ত দেখ,
রাখী বন্ধনেই ভালবাসা পূর্ণ লুকায়ে রহে।

(ঈশ্বর কখুনো কখুনো সংসারে দূত হয়ে আসে।এটা বোঝাতে যে, স্বামী স্ত্রীর ভালবাসাই হচ্ছে প্রকৃত ভালবাসা।)

হয়তো জন্মান্তর ধরে
তোর আমার প্রেম
পেঁচা,ঘুঘু,শালিকের বেশে ঘুরিতেছে হাজার বছর ধরে।
বগা!
এবার তো বুঝিলি ভালবাসা কারে বলে।

(সাদা মনে শান্তনা এই যে,জগতে প্রতিটি প্রেমে দুঃখ,কান্না, ভয়,এগুলো আঁকড়ে থাকে কিন্ত বাস্তবতা মেনে নেয়া প্রত্যেকেরই উচিত।)