বাংলাদেশর প্রধানমন্ত্রী হাসিনাকে যদি বলা হয়, আপনি ভারত সরকারকে কি দিয়েছেন?
আমার মনে হয়, তিনি এর সঠিক কোন ব্যাখ্যা দিতে পারবেন না। কারন যা দিয়েছেন তা তিনি বাংলাদেশিদের সামনে তুলে ধরতে পারবেন না। আর যদি কখুনো, তাঁর মুখ ফসকে বেরিয়ে যায়, তবে নাটকের শেষ অংক মুহুর্তের মধ্যেই ঘটে যাবে।

পাঠকগণ,
একবার ভাবুনতো, দেশের কোন সম্পদ তাদের দেয়া হয়েছে যার বিনিময়ে আওয়ামিলীগ দলকে তারা চিরদিন মনে রাখতে চায়।

ইতিহাস থেকে আমরা পাই,১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সেদিন মীরজাফর বাংলা বিহার উরিশ্যাকে তুলে দিয়ে ছিলো ইংরেজদের হাতে। হয়তো ইংরেজরা মীরজাফরকে চিরদিন মনে রাখবে। আমার মনে হয় বর্তমান সরকার প্রধানমন্ত্রী হাসিনাকে ভারতীয়রাও ইংরেজদের মত চিরকাল মনে রাখবে।

পাঠক এবার নিজেকে প্রশ্ন করুন মীরজাফরদের বাংলার মাটিতে স্থান কোথায়????

ফিরে দেখা ব্লগ থেকে আমি রুদ্র ম আল-আমিন,, শুধু এটুকুই বলবো,,
আসুন মীরজাফরদের আমরা মন থেকে ঘৃনা করি।