I wanted to
Rudro M Al-Amin
I wanted to be a mountain,
The wish was the river
I wanted to meet in this city
I know you and me.
I wanted this city —
My birthplace,
Suddenly one day,
I know death will happen in this city.
Now I see, I wish in my dumpster
I don’t live with you.
Only light processions are going on across the city
So keep the stories to pieces.
November 23.2020
ইচ্ছে ছিল
রুদ্র ম আল-আমিন
ইচ্ছে ছিল পাহাড় হবো,
ইচ্ছে ছিল নদী
ইচ্ছে ছিল এই শহরে মিলন হবো
তোর আর আমার জানি।
ইচ্ছে ছিল এ শহর—
আমার আদি আজন্ম ভূমি,
হঠাৎ একদিন,
এই শহরেই মৃত্যু হবে জানি।
এখন দেখি, ইচ্ছে আমার আস্তাকুড়ে
তোর সাথে নাই বাস।
শহরজুড়ে চলছে শুধু আলোর মিছিল
তাই গল্পগুলো টুকরো হয়েই থাক।
November 23.2020

Seems so sad Rudro…
LikeLike