YOUR ACTING?

Your acting, you brought two drops of water to my eyes.
You are the actress in the theater, and I am the viewer.
The entire auditorium, trembling,
I’m stupid
Maybe the fool can tell.
Because
I’m laughing.
You were flipping towards me.
I feel the constant pull of the constant,
There was a shiver in my body.
People thought, this is a drama.
But I know,
It’s not just your acting, you don’t even have to say anything.
I don’t remember much of my childhood,
Because
With you, I like to write drama.
Can write childhood, but
Now you can’t do those plays.
And I didn’t want to.
Anuradha!
I did not write today’s acting, you are writing, and you are acting here.
Anuradha!
Tell me once, it’s a drama, it’s the end here.

November 01.2019/ Rudro M Al-Amin.

তোমার অভিনয়? https://rudromalamin.blogspot.com/2019/11/blog-post.html

তোমার অভিনয়?

তোমার অভিনয়, আমার দু’চোখে দু’ফোটা জল এনে দিলো।
থিয়েটারে তুমি অভিনেত্রী,আর আমি দর্শক।
পুরো অডিটোরিয়াম, করতালিতে কাঁপছে,
আমি নির্বোধ,
হয়তো বোকাও বলতে পারো।
কারন
,আমি তখুন হাঁসছি।,
আমার দিকে ফ্যালফ্যালে করে তাঁকিয়ে রইলে তুমি।
আমি অনুভব করি,ধ্রুবতাঁরার অনঢ় অালো,
তখুন আমার শরীরে একটা শিহরণ জাগিয়ে গেল।
লোকে ভাবল, এটা একটা ড্রামা।
কিন্ত আমি জানি,
এটা শুধু তোমার অভিনয় নয়, কিছুটা মনেরও না বলা কথা।
আমার এখুন শৈশবের কথা মনে পড়ে না,
কারন
তোমায় নিয়ে, আমি ড্রামা লিখতেই পছন্দ করি।
শৈশব লিখতে পারি, কিন্ত
এখুন আর তুমি সেইসব অভিনয় করতে পারো না।
আর আমারও ইচ্ছে নাই।
অনুরাধা!
আজকের অভিনয় আমি লিখিনি, লিখোছো তুমি, আর অভিনয় ইহাতেও তুমি।
অনুরাধা!
আমায় একবার বলো, এটা ড্রামা, এটা এখানেই সমাপ্তি।
November 01.2019