September 10.2019, published by

http://www.kagoj24bd.com

” স্বপ্ন স্বপ্ন খেলা”

———রুদ্র ম আল-আমিন
হয়তো মানুষ তপস্যাকাল স্বপ্ন দেখে
তেমনি দেখিলাম তাঁরে
নিজের জীবন খানি বিলিয়ে দিয়ে
হৈ হৈ রৈ রৈ করিল
সকাল বয়ে সন্ধে ভরে।
যবনিকাপাত ঘটিবারকালে পড়িয়া রহিল
একদল মুসাফির।
প্রেরনা লইয়া যে যার ঘরে
নিজের পাপখানি মোচন করিবার ছলে
নাট্যমঞ্চে যখন সে পা বাড়াইল দৃরপায়ে
মনে হইল এ নাটমন্দিরে পূজো কি হবে
তাহার আরাধনা মনের?
হয়তো ষোলানআনার কিন্চিত পুরনেই
মনুষ্যজাত জাতে উঠিল সবার তরে।
হয়তো এমনি স্বপ্ন চিরকাল
মানুষেরা বহে মানুষের দেহে
কতকাল বহিবে এই স্মৃতি
তোমরা কে আছো এই রীতিগত প্রথা
বদলা নিতে?
মনে হয় কেবলই স্বপ্ন
একটা স্বপ্ন স্বপ্ন খেলা চলে ভূবন জুড়ে।